• সমগ্র বাংলা

রাণীনগরের রক্তদহ বিলে গ্রামবাংলার চিরাচরিত ‘হাওরি উৎসব’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পারইল রক্তদহ বিলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার চিরাচরিত ‘হাওরি উৎসব’(গণমৎস্য শিকার) নামে পরিচিত। দীর্ঘদিন ধরে চলে আসা এই ঐতিহ্যকে ঘিরে ৩ ডিসেম্বর বুধবার সকাল থেকেই এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিলজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ, উচ্ছ্বাস আর মিলনমেলার আমেজ।

ভোরের সূর্য মাথায় ওঠার আগেই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে দল বেঁধে মানুষজন এসে জড়ো হতে থাকে রক্তদহ বিলের পাড়ে। হাতে দেশীয় বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম—চাবি জাল, পলি, চাঁই, খোচা জাল, নিয়ে গ্রামবাসী নামেন পানিতে। পানির গভীরতা কোমর থেকে বুক পর্যন্ত হলেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাই অংশ নেন মাছ ধরার এই ঐতিহ্যবাহী উৎসবে। একেকজন দক্ষতার সাথে চষে বেরান বিলের বিভিন্ন অংশ।

স্থানীয়দের ভাষায়, ‘হাওরি’ শব্দের অর্থ—মিলেমিশে দল বেঁধে মাছ ধরা। প্রতি বছর বর্ষা শেষে বিলের পানি কমে এলে এ অঞ্চলে নিয়মিত চলতে থাকে হাওরি উৎসব। এটি শুধুমাত্র মাছ ধরার প্রতিযোগিতা নয়; বরং এটি গ্রাম্য জীবনের এক অনন্য সাংস্কৃতিক প্রকাশ, যেখানে একইসঙ্গে আনন্দ, ঐতিহ্য ও পারস্পরিক সৌহার্দ্য মিশে থাকে।

উৎসবে অংশ নেওয়া গ্রামবাসী শহিদুল ইসলাম জানান, রক্তদহ বিল তাঁদের জীবিকা, ইতিহাস ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এ বিলের মাছ স্থানীয় মানুষের খাদ্যচাহিদা মেটানোর পাশাপাশি বছরের বিশেষ সময়গুলোতে তৈরি করে বন্ধুত্ব, সহযোগিতা ও ঐতিহ্যের বন্ধন।

উৎসবে অংশ নেওয়া গ্রামবাসী অবিনাষ জানান, হাওরি উৎসব শুধু পুরনো ঐতিহ্য সংরক্ষণই করে না; এটি গ্রামীণ সমাজে ঐক্য, শান্তি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। মানুষকে একত্রিত করার অন্যতম মাধ্যম এ গণমৎস্য শিকার।

রাণীনগর উপজেলার পারইল রক্তদহ বিল দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের মানুষের প্রাণস্বরূপ। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এ বিল একদিকে জীববৈচিত্র্েযর আশ্রয়স্থল, অন্যদিকে কৃষক, জেলে ও সাধারণ মানুষের জীবিকা ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

প্রতি বছরের মতো এবারও উৎসবের মধ্যে দিয়ে শুরু হয় হাওরি উৎসব। উৎসব শেষে বিলপাড় ছাড়ার সময় সবার চোখেমুখে ছিল তৃপ্তির হাসি। এখন হতে সপ্তাহে ২-৩ দিন চলবে এই উৎসব।

মন্তব্য (০)





image

সকালে নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘরে মিলল শিশু সাবার লাশ

 ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে এক মর্মান্...

image

খালেদা জিয়ার মতো আদর্শবান ও ত্যাগী রাজনীতিবিদ এশিয়া মহাদে...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াক...

image

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর রংপুর মহাসড়কের ত্রিবন্ধনের পদে জোনপুর এল...

image

পাবনায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে মো. মিজান আলী...

image

চা পানের উদ্দেশ্য যাচ্ছিলেন বাজারে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় একটি আঞ্চলিক সড়কে ...

  • company_logo