• অর্থনীতি

স্বর্ণের দাম কমল

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার (২ ডিসেম্বর) কিছুটা কমেছে। আগের সেশনে ছয় সপ্তাহের সর্বোচ্চ ছোঁয়ার পর মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি ও মুনাফা গ্রহণের চাপ মূল্যবান এই ধাতুর ওপর প্রভাব ফেলেছে। পাশাপাশি সপ্তাহজুড়ে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য ঘিরে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নীতির দিকনির্দেশে ভূমিকা রাখবে।

মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২১৮.৭১ ডলার হয়েছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৬ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫০.৭০ ডলার। একই সময়ে মার্কিন ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করায় সুদহীন স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমে গেছে।

কে সি এম ট্রিডের চিফ মার্কেট অ্যানালিস্ট টিম ওয়াটারার বলেন, ‘স্বর্ণ আজ দুর্বল পারফরম্যান্স করছে, তবে মৌলিক চিত্র অপরিবর্তিত রয়েছে। প্রত্যাশিত মার্কিন সুদের হার কমানো ভবিষ্যতে স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে।’ তিনি আরও উল্লেখ করেন, বাজার এখন সতর্ক, কারণ ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কাছ থেকে খুব বেশি শিথিল মন্তব্য পাওয়ার সম্ভাবনা কম। শুক্রবার প্রকাশিতব্য মূল পিসিই মূল্যসূচক—যা ফেডের প্রিয় ইনফ্লেশন সূচক—সহনীয় থাকবে বলেই ধারণা করা হচ্ছে। সোমবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যেও পাওয়েল অর্থনীতি বা নীতিনির্ধারণ নিয়ে কোনো মন্তব্য করেননি।

এই সপ্তাহে নজরে থাকবে বুধবারের নভেম্বর এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবারের বিলম্বিত সেপ্টেম্বর পিসিই তথ্য। সি এম ই’র ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার অংশীজনেরা ডিসেম্বরেই সুদের হার কমানোর সম্ভাবনাকে ৮৮ শতাংশ হিসেবে মূল্যায়ন করছেন।

এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, সোমবার তাদের স্বর্ণ মজুদ ০.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০.০১ মেট্রিক টনে।

শুধু স্বর্ণ নয়, কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। রুপার দাম ১.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৭.২৪ ডলার, প্ল্যাটিনাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৬৪৩.১০ ডলার এবং প্যালাডিয়াম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৪১৯.৫০ ডলারে নেমেছে।

দেশের বাজারেও গতকাল সোমবার (১ ডিসেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি পড়বে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

সূত্র: রয়টার্স

 

মন্তব্য (০)





image

৬ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার...

image

৫ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দ...

image

রপ্তানির গতি স্থিতিশীল, নভেম্বরে বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৭৭...

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি ...

image

নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছাড়া শুরু ক...

image

রেমিট্যান্স পাঠানোর খরচের বিষয়ে নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং রেমিট্যান্স...

  • company_logo