ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরী ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) রাতে এক বিবৃতিতে জামায়াত আমির একথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘সব বিপদ-আপদে দেশবাসীর সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। আমাদের দেশে শুক্রবার ও শনিবার যে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা আমাদের জন্য সতর্ক সংকেত। যে কোনো ধরনের বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই আমাদের সব বিপদ-আপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘সব প্রকার দুর্যোগ মোকাবিলার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। জনগণের পাশে থেকে বিপদ মোকাবিলায় জনগণের মনে সাহস সঞ্চার এবং ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষে দেশের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিতকরণ এবং জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
নিউজ ডেস্ক : ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠ...
নিউজ ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ার...
নিউজ ডেস্ক : ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ন...
নিউজ ডেস্কঃ গডফাদার ও সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা এন...

মন্তব্য (০)