ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার রায়কে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ।
সোমবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সভাপতি নুরুল হক নুর এ প্রতিক্রিয়া জানান।
নুরুল হক নুর বলেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের দাবি—অতি দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। রায় ঘোষণা প্রাথমিক বিজয়, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত হবে না।
তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা বা কামাল নন, ভারতে পলাতক সব আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে জুলাই আন্দোলনের নেতাদেরই ফাঁসিতে ঝোলানোর হুমকি তৈরি হবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বরিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অন্যান্য নেতারা।
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন নির্বাচনি বিধি ও আইন পরিবর্ত...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক প্রশাসন...
নিউজ ডেস্কঃ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপ...
নিউজ ডেস্কঃ মাঠপ্রশাসনের বদলি পরিকল্পিত এমন মন্তব্য করে...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষ...

মন্তব্য (০)