• জাতীয়

রাজধানীতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা নজরদারি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এদিকে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে ঢাকা মহানগরীতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। বিশেষ করে হাইকোর্ট এলাকায় ছিলো কড়া নিরাপত্তা। তবে সন্ধ্যা থেকে রাতভর বাংলামোটর, মহাখালী, মতিঝিল ও পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়।

‎রাজধানীর সেন্ট্রাল রোডের চিত্র এটি। গতকাল (রোববার, ১৬ নভেম্বর) রাত ৯টায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয় স্থানটিতে। যেটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের সড়ক।

‎সিসিটিভিতে এক ব্যক্তিকে কিছু ছুঁড়ে মারতে দেখা যায়। এলাকাবাসী বলছেন, ককটেল নিক্ষেপকারীরা ছিলো মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

‎এলাকাবাসী জানান, শব্দ শুনে আসার আগেই বিস্ফোরণকারীরা পালিয়ে যায়। বিস্ফোরণকারীরা মোটরসাইকেলে ছিলো বলেও জানান এলাকাবাসী।

‎ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আমাদের নিউমার্কেট থানার টিম সেখানে উপস্থিত হয়। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। দুষ্কৃতকারীদের আমরা ধরার চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

‎রাত পৌনে ১০টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। রাতে মতিঝিল, ইত্তেফাকের মোড় ও তিতুমীর কলেজের সামনেও ককটেল বিস্ফোরিত হয়।

‎তবে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে শহরজুড়ে তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে হাইকোর্ট এলাকায় ছিলো কড়া নিরাপত্তা। বন্ধ করে দেয়া হয় হাইকোর্টের মাজার গেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক।

মন্তব্য (০)





image

‎বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা, আইনশৃঙ্খলা...

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের দাব...

image

‎রায় শুনতে ট্রাইব্যুনালে একই কাতারে ছাত্রনেতারা

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধ...

image

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা ‎

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এ...

image

হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদা...

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বল...

image

‎বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে ৩২ নম্বরে দুটি বুলডোজার

নিউজ ডেস্কঃ ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলড...

  • company_logo