• আন্তর্জাতিক

গাজা শাসনে যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজার শাসনকাঠামো ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গাজায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া, চীনসহ একাধিক আরব দেশ জোর আপত্তি জানিয়েছে। যার ফলে শাসনসংক্রান্ত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে।

টিআরটি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের বিকল্প আরেকটি প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া। জাতিসংঘে যুক্তরাষ্ট্র মিশনের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, ওয়াশিংটনের প্রস্তাবকে ঘিরে ‘বিভ্রান্তি তৈরি করার যে কোনো চেষ্টা’ গাজার ফিলিস্তিনিদের জন্য ‘গুরুতর, বাস্তব ও পুরোপুরি এড়ানো অসম্ভব এমন পরিণতি’ ডেকে আনতে পারে। বিশেষ করে, এ কারণে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং ইসরাইল আবারও হামলা শুরু করতে পারে 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে খসড়া প্রস্তাবটি পাঠায়। এর ভাষা ও বিষয়বস্তু নিয়ে এখনো আলোচনা চলছে। বার্তা সংস্থা এএফপির পাওয়া খসড়া অনুযায়ী, এই প্রস্তাবে গাজায় একটি অন্তর্বর্তীকালীন শাসনকাঠামো ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদকে’ ২০২৭ সালের শেষ পর্যন্ত দুই বছরের ম্যান্ডেট দেওয়ার কথা রয়েছে। এই পরিষদের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। 

খসড়ায় আরও বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলো একটি ‘অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)’ গঠন করবে। এই বাহিনী গাজার অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে কাজ করবে, বেসামরিক মানুষকে রক্ষা করবে এবং মানবিক করিডোরগুলোকে নিরাপদ রাখবে। রাশিয়ার নোটে বলা হয়েছে, ‘আমাদের খসড়ার উদ্দেশ্য হলো নিরাপত্তা পরিষদকে এমন একটি ভারসাম্যপূর্ণ, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ অবস্থান নির্ধারণে সক্ষম করা, যা স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে।’

 

মন্তব্য (০)





image

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করব: ট্রাম্প

নিউজ ডেস্ক : এক ডকুমেন্টারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ...

image

‎বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: এক ডকুমেন্টারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনা...

image

‎সংবিধান বদলে সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দা...

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরক...

image

‎ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় জাতিসংঘে ভোট সোমবার

নিউজ ডেস্কঃ গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন করতে মার্কিন ...

image

জলবায়ু সম্মেলন পরিবেশ রক্ষার চেয়ে পরিবেশকর্মীদের ঠেকানোর ...

নিউজ ডেস্কঃ ৩০তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাওয়ার ক...

  • company_logo