ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এইচ-১বি ভিসা প্রকল্পের পক্ষে অবস্থান নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মেধাবী জনবল আনার প্রয়োজন রয়েছে।
এইচ-১বি ভিসা ইস্যুতে ট্রাম্পের এই অপ্রত্যাশিত অবস্থানের পরিবর্তন ঘটে ফক্স নিউজের ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাৎকারের সময়। সেখানে তিনি দক্ষ অভিবাসী কর্মীদের গুরুত্বের পক্ষে যুক্তি দেন।
ট্রাম্প বলেন, ব্যাপক প্রশিক্ষণ ছাড়াই উৎপাদন ও প্রতিরক্ষা খাতের জটিল ভূমিকায় দীর্ঘদিন ধরে বেকার থাকা আমেরিকানদের সহজে কাজে লাগানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়।
প্রশাসন এইচ-১বি ভিসার বিধিনিষেধকে বড় অগ্রাধিকার দেবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী মানুষকে দেশে আনা দরকার। তিনি বলেন, আমাদের দেশে মেধা আনতে হবে।
আমেরিকায় যথেষ্ট মেধা নেই কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, নেই। না, নেই... না, আপনার নেই... কিছু কিছু ক্ষেত্রে আপনার যথেষ্ট মেধাবী জনবল নেই এবং আপনাকে আনতে হবে... মানুষের শিখতে হয়।
এই অবস্থানের নমনীয়তা আসে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির বিদেশি কর্মী নিয়োগে ব্যবহৃত এইচ-১বি ভিসা কর্মসূচিতে ব্যাপক দমননীতি চালাচ্ছে।
প্রযুক্তি কর্মী ও চিকিৎসকসহ ভারতীয় পেশাজীবীরাই এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি ব্যবহারকারী।
ডোনাল্ড ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধি
চলতি বছর সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ‘এইচ-১বি নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম’ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে ‘কিছু নন-ইমিগ্র্যান্ট কর্মীর প্রবেশে বিধিনিষেধ’ শীর্ষক একটি ঘোষণা জারি করে।
ঘোষণা অনুযায়ী, ২৫ সেপ্টেম্বরের পরে দাখিল করা নির্দিষ্ট এইচ-১বি আবেদনগুলোর যোগ্যতার শর্ত হিসেবে অতিরিক্ত ১,০০,০০০ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর পরে স্পষ্ট করে জানায়, নতুন ফি-এর প্রয়োজন কেবল সেই ব্যক্তি বা কোম্পানির জন্য প্রযোজ্য হবে যারা ২১ সেপ্টেম্বরের পরে নতুন এইচ-১বি আবেদন দাখিল করবে বা এইচ-১বি লটারিতে অংশ নেবে।
বর্তমান ভিসাধারী এবং সেই তারিখের আগে জমা দেওয়া আবেদনগুলো এতে প্রভাবিত হবে না। ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের লটারিতে অংশগ্রহণের জন্য জমা দেওয়া আবেদনসহ সময়সীমার মধ্যে দাখিল করা কেসগুলোও এই নীতির আওতায় পড়বে।
নিউজ ডেস্ক : ভয়ংকর তথ্য উঠে এসেছে দিল্লির লাল কেল্লা বিস্ফোরণ তদন্তে। এক...
নিউজ ডেস্ক : সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার ...
নিউজ ডেস্ক : মার্কিন সরকারের দীর্ঘতম শাটডাউন শেষ হয়েছে। এবার...
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির পরেও ফিলিস্তিনের অবরুদ্ধ...
নিউজ ডেস্ক : ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানকে কঠোর...

মন্তব্য (০)