• সমগ্র বাংলা

নওগাঁয় কম্পিউটার প্রশিক্ষণ পেলো ইউপি ভূমি কর্মকর্তারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: দেশের ভূমি সেবা সমূহকে ডিজিটালকরণের মাধ্যমে তাৎক্ষণিক ভাবে সেবা গ্রহিতাদের দোরগড়ায় পৌছে দিতে কম্পিউটার বিষয়ে দক্ষ হওয়ার কোন বিকল্প নেই। জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তারা কম্পিউটার বিষয়ে নিজেদের সক্ষমতা অর্জনের দিক দিয়ে অনেক পিছিয়ে ছিলেন। পিছিয়ে পড়া এই কর্মকর্তাদের কম্পিউটার বিষয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সেই উদ্যোগের আলোকে গত সেপ্টেম্বর মাসের ১৯তারিখ থেকে জেলার রাণীনগর, আত্রাই, পত্নীতলা, পোরশা, মান্দা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলার ২৪জন ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তাদের কম্পিউটার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। জেলার মহাদেবপুর উপজেলার সভাকক্ষে শুধুমাত্র সপ্তাহের শুক্রবার ও শনিবার করে ১০দিন ব্যাপী চলে নিজেদের সক্ষমতা বৃদ্ধির এই কম্পিউটার প্রশিক্ষণ। গত শুক্রবার রাতে প্রশিক্ষণের সমপানি অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে শুভেচ্ছা উপহারসহ অন্যান্য উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা। এমন তথ্য নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান।
 
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান সেবা প্রদানের একটি জটিলখাত হচ্ছে ভূমি সেবাখাত। এই জটিলখাতকে সহজীকরণের মাধ্যমে হয়রানীমুক্ত করতে সরকার ভূমির সকল সেবা ডিজিটালের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমান সময়ে একজন সেবা গ্রহিতা তার বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে তার জমির সকল তথ্য জানতে পারছেন এবং জমির খাজনাও দিতে পারছেন। আর ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সহজেই সেবা গ্রহিতার মাঝে ভূমি সংক্রান্ত যে কোন সেবা পৌছে দিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই বাস্তবভিত্তিক কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। কম্পিউটার বিষয়ে যখনই একজন ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের সক্ষমতা অর্জন করবেন তখনই তার পক্ষে দ্রুত ভ’মির সেই সেবা গ্রাহকদের কাছে পৌছে দিতে সক্ষম হবেন। তাই যে সকল ভূমি কর্মকর্তারা কম্পিউটার বিষয়ে নিজেদের সক্ষমতা অর্জনে পিছিয়ে ছিলেন তাদেরকে এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করার চেস্টা করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অবশ্যই প্রশিক্ষণার্থীরা উপকৃত হবেন। পাশাপাশি উপকৃত হবেন ওই সব ইউনিয়নের ভ’মি সেবা গ্রহিতারা। ভূমি সেবাকে হয়রানী মুক্ত করে আরো সহজীকরণ করতে আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ষড়যন্ত্রের জালে বিএনপির নতুন প্রার্থী — পেছনে এলডিপি ও জা...

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ...

image

রাণীনগরে শিক্ষকদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদ...

image

আওয়ামী লীগপন্থি নেতাদের দিয়ে বিএনপি কমিটি! ফরিদপুরে বি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি ...

image

তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে একই ম...

ঝিনাইদহ প্রতিনিধি : আসন্ন জাতীয় স...

image

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুরে বিএনপ...

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : তারেক রহমানের ঘ...

  • company_logo