ছবিঃ সংগৃহীত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে টিবি রোগে আক্রান্ত হয়ে সাফারি পার্কের একমাত্র জিরাফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ । এতে করে জিরাফ শূন্য হয়েছে এশিয়ার বৃহত্তম সাফারি পার্কটি। মৃত্যুর দুদিন পর পার্ক কর্তৃপক্ষ জিরাফ মৃত্যুর বিষয়টি আজকে গণমাধ্যমে জানিয়েছেন। নারী জিরাফের মৃত্যুর পর জিরাফ শূন্য হলো সাফারি পার্ক।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে পার্কের কোর সাফারিতে চিকিৎসাধীন অবস্থায় নারী জিরাফের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, বেশ কয়েকদিন যাবৎ জিরাফটি অসুস্থ ছিল । জিরাফের চিকিৎসার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবু হাদী নূর আলী খানের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিলো। মেডিকেল বোর্ডের তত্বাবধানে অসুস্থ জিরাফটিকে নিবির পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছিলো। মেডিকেল বোর্ড জানিয়েছেন জিরাফটি টিবি রোগে আক্রান্ত। হঠাৎ করে গত ২৩ অক্টোবর বিকালের দিকে জিরাফের শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে এবং বিকাল সাড়ে পাঁচটার দিকে জিরাফটি মারা যায়। মারা যাওয়ার পরপরই ময়নাতদন্ত হয়। ময়না তদন্ত শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মৃত্যু জিরাফটি পার্কের নিদিষ্ট স্থানে মাটিচাপা দেওয়া হয়। তিনি আরও জানান, জিরাফ মৃত্যুর বিষয়ে গতকাল শুক্রবার সকালে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফ মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পার্ক কর্তৃপক্ষ । বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ...
নওগাঁ প্রতিনিধি: দেশের ভূমি সেবা সমূহকে ডিজিটালকরণের মাধ্যমে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি ...
ঝিনাইদহ প্রতিনিধি : আসন্ন জাতীয় স...

মন্তব্য (০)