ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট কাঁচাবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় মিষ্টি কারখানায় পোড়া তেল, নষ্ট শিরা, পচা ছানা ও মেয়াদোত্তীর্ণ উপকরণ পাওয়া যায়। অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে এসব মিষ্টি উৎপাদন করা হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই মাস আগে একই কারখানায় অভিযান চালিয়ে পচা ও বাসি মিষ্টি জব্দ এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু এবার দেখা গেছে, তারা আগের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছে এবং নকল ব্র্যান্ড “কুমিল্লার মাতৃভান্ডার” নাম ব্যবহার করে মিষ্টি বাজারজাত করছে, যা ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা।
অভিযানে নকল মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে কেরানীহাটের একটি মিষ্টির কারখানাকে ২ লাখ টাকা, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা,
ডেন্টাল টেকনোলজিস্ট ডিগ্রি নিয়ে ডাক্তার পরিচয়ে ক্লিনিক পরিচালনা করায় ফ্রেন্ডস ক্লিনিককে ৫০ হাজার টাকা, এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চার মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, নকল ব্র্যান্ড ব্যবহার, অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার দায়ে মোট ৮ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় লুৎফর রহমান (৪০) নামের এক জামায়াত কর্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
দিনাজপর প্রতিনিধি : ওয়ান টাইম প্লেটে সাজানো খাবারের মেন্যুতে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের ...
নিউজ ডেস্কঃ যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর কয়েকটি পিলারে ফা...

মন্তব্য (০)