ছবিঃ সিএনআই
দিনাজপর প্রতিনিধি : ওয়ান টাইম প্লেটে সাজানো খাবারের মেন্যুতে সাদা ভাতের সাথে গরুর ভুনা গোস্ত, সাউজমত মুরগীর রোস্ট, বুটের ডাল, রুচি বাড়াতে কাটা লেবু, শশার সালাত। পিপাসা মেটাতে মিনারেল পানির বোতল এবং সনাতনী অতিথিসহ গরুর গোস্ত খেতে মানােএমন ভোজন রসিকদের জন্য ছিল খাসির ভুনা গোস্ত। মন ভরে পেটপুরে খাওয়াতে আপ্যায়নে ছিল না কোন কমতি বা ঘাটতি। সব মিলিয়ে অতিথি ছাড়িয়েছে দুই সহস্রাধিক। ভোজের ওই আয়োজন কোন বিয়ে সাদি অথবা জন্মদিনের মত কোন সামাজ্যিক পারিবারিক অনুষ্ঠানের চিত্রের নয়। এসময়
হইচৈই হট্টগোল ছাড়াই সাজানো গোছানো শৃংখল পরিবেশে অতিথি সেবায় নিবেদিত আয়োজক এবং তার কর্মী সমর্থকেরা ঘুরেফিরে বিরক্তি ছাড়াই ছুটেছে খাবার পরিবেশন টেবিল থেকে অন্য টেবিলে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, আজ শুক্রবার প্রথম দিনে জেলা শহরের একটি কমিউনটি সেন্টারে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১০৫জন করে ১হাজার ২৬০ জন ওয়ার্ড কমিটির নেতা, যুবদল ছাত্র দল মহিলা দল এবং জেলা পর্যায়ের কমিটির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল্ । আমন্ত্রনের তালিকায় ছিল গণ মাধ্যম কর্মীসহ উল্লেখযোগ্য সংখ্যক অতিথি। আগামীকাল ২৫ অক্টোবর দ্বিতীয় দিনে সংসদীয় আসন সদরের ১০টি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির তৃণমূলের নেতাকর্মীদের আপ্যায়নের জন্য সাজানো হয়েছে একই ধরনের মেন্যু।
মিলন মেলার ব্যানারে ব্যতিক্রম ওই আয়োজন ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। দিনাজপুর সদর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি বখতিয়ার আহমেদ কচি ওই আয়োজনের উদ্দোগক্তা। আগামী বছরের ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য ঘোষনা আসার পর থেকে নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মাঠঘাট অলিগলি চষে বেড়াচ্ছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফার প্রচারপত্র বিলাতে গ্রাম হাটবাজার পাড়া মহল্লায় ছুটছেন তিনি। বিশাল কর্মী বাহিনী সঙ্গে নিয়ে কখনো মোটর সাইকেল আবার কখনো অটোভ্যানসহ দৃষ্টি আকষনী নানান কৌশল ব্যবহার করে চলেছেন তিনি। দলের জেলা কমিটিতে তৃণমূলের ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত ছিলেন তিনি। ময়োদ ফুরানোর আগেই আভ্যন্তরিত কিছু অনিয়েমের অভিযোগে সাধারন সম্পাদকের পদ ব্যবহার থেকে বিরত রাখা হয়েছে তাকে । তবে দমে বা থমকে যাননি বখতিয়ার আহমেদ কচি। দলীয় মনোয়ন প্রত্যাশিদের মধ্যে প্রচার এবং সাংগঠনিক কর্মকান্ডে সবার আগে তার সমর্থক কর্মী বাহিনী।
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার ভাগ্য জুটে এমপি হবার দলীয় মনোনয়নপত্র সোনার হরিন ধানের শীষ মার্কা।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় লুৎফর রহমান (৪০) নামের এক জামায়াত কর্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের ...
নিউজ ডেস্কঃ যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর কয়েকটি পিলারে ফা...
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের পর্যটনস্পট টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়...

মন্তব্য (০)