• সমগ্র বাংলা

গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজারুদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর থানার সামনে এ সভার আয়োজন করে গোপালপুর থানা পুলিশ।

সভায় জানানো হয়, এ বছর গোপালপুর উপজেলায় মোট ৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য ৪ জন করে আনসার সদস্য এবং ২ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সর্বক্ষণ টহল পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এ আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা হাবিব খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াক, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা জামাতের অমির হাবিবুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, টাঙ্গাইল পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সদস্য সচিব প্রলয় কুন্ডুসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও পূজারি বৃন্দ, এ সময় আরো উপস্থিত ছিলেন সকল পুলিশ সদস্য ও পূজা মন্ডপ কর্মকর্তা বৃন্দ।

পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজার সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে উদ্যোক্তা গড়ার লক্ষ্যে ট্রাক্টর মেলা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : প্রযুক্তিনির্ভর কৃষির অগ্রযাত্রায় উদ্যোক...

image

মুক্তাগাছায় জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াত...

image

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বিএনপি...

বগুড়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাত...

image

নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

নড়াইল প্রতিনিধ : নড়াইলের  এক নং মাইজপাড়া  ইউনিয...

image

লালমনিরহাটে বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ

লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে শনিবার ব...

  • company_logo