• সমগ্র বাংলা

আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুলের নামে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে যৌনপল্লী বলে

 অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবম শ্রেণির শিক্ষার্থী সাফিন আহমেদের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—প্রতিষ্ঠানটির প্রভাষক নাসরিন আরা, শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, মোস্তাফিজুর রহমান তোতা, নিলুফা ইয়াসমিন, সাইদুর রহমান, শিক্ষার্থী ফারাজনা ইয়াসমিন, আরাবী আন্তুম, তাসিন আহনাফ এবং অভিভাবক প্রতিনিধি নাসিমা খাতুন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা বলেন, “একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আমাদের বিদ্যালয়কে ‘যৌনপল্লী’ হিসেবে আখ্যায়িত করেছেন—যা অত্যন্ত ন্যক্কারজনক ও মানহানিকর। এ ধরনের অপমানজনক মন্তব্য মেনে নেওয়া যায় না।”

 

তারা আরও বলেন, “আমরা মনে করি, এই মিথ্যা তথ্য ওই ব্যক্তিকে সরবরাহ করছে আমাদেরই প্রতিষ্ঠানের কিছু সাবেক সহকর্মী। যদি কোনো অনিয়ম থেকে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখবে। কিন্তু তথ্য প্রমাণ ছাড়াই এমন ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গর্হিত মন্তব্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

 

ছাত্রনেতা সাফিন আহমেদ ও শিক্ষার্থী ফারাজনা ইয়াসমিন, আরাবী আন্তুম, তাসিন আহনাফ বলেন, “আমাদের বিদ্যালয়ে ১১৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। যিনি এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার পরিবারেরও মা-বোন থাকতে পারে। তাহলে কিভাবে একজন শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘যৌনপল্লী’ বলে আখ্যায়িত করতে পারেন তিনি—তাও কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই? যদি তার কাছে কোনো প্রমাণ থাকে, তাহলে তা প্রকাশ করুন। আর যদি না থাকে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

 

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বুলবুল হোসেন বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের শিক্ষক ও প্রতিষ্ঠানকে নিয়ে মিথ্যা ও অশোভন মন্তব্য করা হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কোনো প্রকার প্রমাণ ছাড়া একজন ব্যক্তি কেবল মানহানির উদ্দেশ্যে এমন আচরণ করতে পারেন না। যদি প্রকৃতপক্ষে কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের পরিচালনা পর্ষদ রয়েছে, তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে এমন অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

 

মন্তব্য (০)





image

চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সামাদ সওদা মহিলা দাখিল মাদ...

image

বেনাপোল বন্দরে ভারতীয় পন্যবাহী ট্রাক থেকে পিস্তলসহ চালক ও...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে  ভারতীয় ট্রাক থেকে এ...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্ত...

image

বেনাপোল বন্দরে ভারতীয় পন্যবাহী ট্রাক থেকে পিস্তলসহ চালক ও...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে  ভারতীয় ট্রাক থেকে এ...

image

পাবনার চাটমোহরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ...

  • company_logo