
ফাইল ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিরিচের কোপে নুরুল কবির (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকূল এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।
নিহত নুরুল কবির ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। হামলায় তার মা মমতাজ বেগম (৫৫), ভাই জানে আলম (২৭) ও মো. আবছার (৩৭) আহত হয়েছেন। আহত জানে আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার রাতে নিহতের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও দুজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, চার ইঞ্চি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত মাসে প্রতিপক্ষ নিহতের বাড়ির পাশের বাথরুম ভেঙে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। এ ঘটনায় নুরুল কবির থানায় অভিযোগ দেন। পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিলেও শনিবার আবারও দেয়াল নির্মাণের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের কিরিচের কোপে গুরুতর আহত হন নুরুল কবির।
নিহতের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, “মাত্র চার ইঞ্চি জায়গার জন্য আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।”
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জানান, সীমানা বিরোধকে কেন্দ্র করে দিনমজুর খুনের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সামাদ সওদা মহিলা দাখিল মাদ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে এ...
পাবনা প্রতিনিধি : পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্ত...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বিয়াম ল্যাবরেটরি স্কু...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে এ...
মন্তব্য (০)