• সমগ্র বাংলা

খুলনার ডুমুরিয়ায় পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ডুমুরিয়া উপজেলার বাগদাড়ি গ্রামের মোতালেব খানের ছেলে রুস্তম (৭০), উত্তর কালিকাপুর গ্রামের নুর আলীর মেয়ে রিনা খাতুন (৩৬) এবং খরশন্ডা সাহস এলাকার রফিকুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মুজাহিদুল মোল্লা (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে একটি ইজিবাইক খুলনার গল্লামারীর দিকে যাচ্ছিল। জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুজাহিদুল ও যাত্রী রিনা খাতুন মারা যান।

গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রুস্তমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি উদ্ধার করে। পিকআপের চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করেছে। পিকআপ চালক ও হেলপারকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয়রা জানান, মহাসড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও প্রাণহানি ঘটবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীতে মাছ ধরার ট্রলার ডুবি, ৭ জে...

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফ...

image

‎নাফ নদী থেকে ট্রলারসহ আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আ...

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও একটি মাছ...

image

রংপুরে ডাক্তার সেজে প্রতারণা ফাঁদ: দালাল গ্রেফতার

রংপুর ব্যুরোঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সেজে...

image

‎সাবেক এসপি আনিসসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ যশোর শহরের পৌরপার্ক থেকে তুলে নিয়ে দুই যুবককে হত...

image

চাটমোহরে গৃহবধুকে নির্যাতন করে আটকে রাখার অভিযোগ

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধুকে যৌতুকের দাবিতে ...

  • company_logo