
ছবিঃ সিএনআই
গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল গোপালপুর সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, বনাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ । শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথীতে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। ভাদ্র মাসে কৃষ্ণাপক্ষে মহা অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে থাকেন।
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে গোপালপুর কেন্দীয় কালীমন্দির কমিটির আযোজনে আজ শনিবার সকাল ১০ টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালী মন্দিরের সবাই মিলিত হন এবং বর্ণাঢ্য শোভাযাত্রাটিতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকীর্তন ও ভজন গানের মাধ্যমে মুখরিত হয়ে উঠে। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসসের সভাপতি শাহনুর আহম্মেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিজিত দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দে, সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ চক্রবতী,যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র পাল, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোপালপুর শাখার সাংগঠনিক সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথ, সহ বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতৃবৃন্দ।
পাবনা প্রতিনিধিঃ মাছের রাজ্য চলনবিল। একসময় নাকি গৃহিণী চূলায়...
নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহম...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ...
জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগষ্ট জামালপুর ...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ...
মন্তব্য (০)