
ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই) বলেছেন, “বিএনপির জন্য করুণা হয়! যাদের ওপর চোখ উঠাও, যাদের তোমরা নিন্দা করছো, আজকে তাদের জন্যই তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখছে অন্যথায় দেখতো না, যদি তারা আন্দোলন না করতো। আজ তোমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মত সুযোগও হত না, যদি তারা না থাকতো।”
গত মঙ্গলবার বিকালে জেলা শহরের শোলাকিয়া এলাকায় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণসমাবেশটি প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, “আজকে খোলা আকাশের নিচে মাঠে রাজনীতি করার সুযোগ তোমরা পেতে না, যদি তারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে না নামতো।”
মুফতি ফয়জুল করীম বলেন, “নির্বাচনে সবাইকে পরীক্ষা করে দেখেছেন আওয়ামী লীগ ফেল, বিএনপি ফেল, জাতীয় পার্টিও ফেল। একবার হাতপাখাকে পরীক্ষা করে দেখুন; যদি আমরা ফেল করি, কোনো দিন ভোট চাইতে আসব না।”
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি.এম রুহুল আমীন, কিশোরগঞ্জ জেলা দীনি সংগঠন মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
এর আগে, দুপুর থেকে জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সমাবেশে মিলিত হন। পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ২৫ বছরের যুবক ও দুই সন্তানের...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে নিখোঁ...
খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
মন্তব্য (০)