
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকারের কাজে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখার দায়ে মমিনুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এ সময় জব্দ করা নিষিদ্ধ ৫ হাজার মিটারের ১০২টি কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযুক্ত মমিনুল ইসলাম(৫২) উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার ও পুলিশ দূর্গাপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মমিনুল ইসলামের দোকান থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
কিশোরগঞ্জ প্রতিনিধি : সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রি...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গ...
মন্তব্য (০)