
ফাইল ছবি
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশ করা হবে এবং পরের দিনই সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে বিধি সংশোধন প্রক্রিয়া শেষ না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে। সংশোধিত বিধিতে নারী কোটা ও পোষ্য কোটা বাতিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। মন্ত্রণালয় ইতোমধ্যে খসড়া বিধিমালা অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগবিধিতেও আসছে পরিবর্তন। এসব প্রতিষ্ঠানে অনেক পদেই পদোন্নতি হতো না, সেখানেও পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরিবিধিতে।
সংশোধিত নিয়োগ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ ও সহকারী শিক্ষক (শরীর চর্চা) পদে ২ হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশোধিত নিয়োগ বিধিতে ৯৩ শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এর বাইরে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ও ১ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,...
নিউজ ডেস্কঃ প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের ত...
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়ে...
নিউজ ডেস্কঃ সর্বোচ্চ দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্...
নিউজ ডেস্কঃ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য...
মন্তব্য (০)