
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে তদন্তাধীন একাধিক মামলা রয়েছে এবং এসব মামলাকে দ্রুত দৃশ্যমান করা হবে।পাশাপাশি দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলো পুনর্জীবিত করে আইনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
মঙ্গলবার(১২ আগস্ট) সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে এসব এ কথা বলেন তিনি। ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য ৬ তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণকাজ আগামী ২৪ মাসে শেষ হবে বলে জানা গেছে।ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন মেসার্স এম কে ট্রেডার্স ও মেসার্স সৈয়দ সাজ্জাদ আলী। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন ও গণপূর্ত অধিদপ্তর।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স,দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।উপদেষ্টা পরিষদও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে যেকোনো অভিযোগ দুদক গভীরভাবে দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোন রাজনৈতিক সরকার নয়। এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার।তিনি বলেন রংপুরের এই নতুন আঞ্চলিক কার্যালয় হবে এই অঞ্চলের দুর্নীতি প্রতিরোধের প্রতীক।”
তিনি আরও বলেন, “দুর্নীতি দমন শুধু দুদকের একার কাজ নয়। সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান আশা প্রকাশ করেন, এই নতুন ভবন থেকে শুধু মামলার তদন্ত নয়, দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচিও জোরদার হবে। সচেতনতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতিকে শিকড় থেকে নির্মূল করার আহ্বান জানান তিনি।
এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুদকের আঞ্চলিক পরিচালক, জেলা ও বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,...
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প...
নিউজ ডেস্কঃ প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের ত...
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়ে...
নিউজ ডেস্কঃ সর্বোচ্চ দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্...
মন্তব্য (০)