
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকেই গণঅভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে। কারণ, তাদের কারণেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে। পাশাপাশি তারা সরকারি ভাতাও পাচ্ছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো...
নিউজ ডেস্কঃ পবিত্র হজ ও ওমরাহ যাত্রীদের জন্য যুগান্তকারী একট...
নিউজ ডেস্কঃ জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের প...
নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্...
নিউজ ডেস্কঃ দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি ...
মন্তব্য (০)