• সমগ্র বাংলা

পাবনায় শিক্ষকের আঘাতে রক্তাক্ত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনায় সোয়াদ হোসেন নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর নাক ফাটিয়ে রক্তাক্ত করেছেন এক সহকারী শিক্ষক। 

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইয়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত হাফিজুর রহমান ওরফে জিয়া হাফিজ ওই স্কুলের সহকারী শিক্ষক। শিশুটি ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।

পরে শিশুটিকে আহতাবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর স্কুল থেকে গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালীন হাফিজুর রহমান নামের ওই শিক্ষকের অনুমতি নিয়ে বাইরে যায় সোয়াদ হোসেন। আসতে দেরি হওয়ায় শ্রেণিকক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে ওই শিশুর গালে চড় দেওয়ার সময় নাকে লেগে রক্তাক্ত জখম হয় সোয়াদ।

পরে স্বজনরা খবর পেয়ে ওই শিশুকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে রক্ত পড়া বন্ধ না হলে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

শিশুটির বাবা মুকুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, শিক্ষক মারধর করুক।

সেটা নিয়ে আমার আপত্তি নাই। লেখাপড়ার জন্য যদি মারত তবে আমার কোনো অভিযোগ থাকত না। কিন্তু মারারও তো ধরন আছে। এভাবে রক্তাক্ত জখম করবে আমি বাবা হিসাবে এটা মেনে নিতে পারছি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে কানাইয়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, আমি ওই সময় অফিসে ছিলাম। ঘটনা শোনার পর ক্লাসে গিয়ে শুনি সোয়াদ বাড়ি চলে গেছে। পরে ওই শিশুটির বাড়িতে গিয়ে দেখে এসেছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অভিযুক্ত শিক্ষক কোথায় জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে মৌখিক ছুটি নিয়ে বাড়ি চলে গেছে।

অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান ওরফে জিয়া হাফিজ বলেন, ক্লাস চলাকালীন বার বার বাইরে যাচ্ছিল আর আসছিল। পরে কয়েকবার ডেকেছি। পরে ক্লাসে ঢুকতে গিয়ে একটা চড় মারতে গিয়ে বাচ্চাটার নাকে লেগে রক্ত বেরিয়েছে। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এ ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মন্তব্য (০)





image

সকল মতভেদ ভুলে কৃষিবিদ তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করুন ...

পাবনা প্রতিনিধিঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা...

image

১৭ বছর পর রংপুরে জামায়াতের জনসভা

রংপুর ব্যুরো: রংপুর মহানগর ও জেলা জামায়াতে ইস...

image

পলাতক আসামী চাকমা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের বাসিন্...

image

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ

নারায়ণগঞ্জ  প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস পাইপ লাইনের ...

image

ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে নড়াইলে সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে নড়াইলে জেল...

  • company_logo