
ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি:জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গাজীপুরের কালীগঞ্জে মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহীদদের পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়ে দলটির স্থানীয় নেতারা মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহীদদের বাড়িতে গিয়ে উপহারসামগ্রী প্রদান করেন।
কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা
পরে তাঁরা শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন। এছাড়া স্মৃতি চিহ্ন হিসেবে দুটি ফলদ গাছের চারা তুলে দেন পরিবারের হাতে।
এ সময় শহীদ জুয়েলের বাবা আকবর আলী শেখ, মা ঝর্ণা বেগম, বড় ভাই জহিরুল হাসান শেখ, এনসিপির শরিফুল ইসলাম, আবু সাঈদ অয়ন, ফাহিম আলম ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সেখান থেকে প্রতিনিধি দলটি নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে শহীদ তাজুল ইসলামের বাড়িতে যায়। সেখানে শহীদ তাজুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টির এক নেতা জানান, “শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। তাঁদের পরিবারের পাশে থেকে আমরা আমাদের দায়বদ্ধতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জাকারিয়া হাসান জুয়েল ও তাজুল ইসলাম।
নড়াইল প্রতিনিধিঃ ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে নড়াইলে জেল...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে কুড়িগ্রামে জাতীয় ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেল...
মন্তব্য (০)