• প্রশাসন

কালীগঞ্জে হোল্ডিং ট্যাক্স ইস্যুতে পৌরবাসীর সঙ্গে ইউএনওর সরাসরি সংলাপ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৌর হোল্ডিং ট্যাক্স দ্বিগুণেরও বেশি বাড়ানোর অভিযোগে পৌর গেট এলাকায় রোববার (২৯ জুন) বিক্ষুব্ধ হয়ে জড়ো হন সাধারণ পৌরবাস।

বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরাসরি পৌরবাসীর কথা শুনেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

কালীগঞ্জ পৌরসভার গেটের সামনে গাড়ি থামিয়ে ইউএনও তনিমা আফ্রাদ জড়ো হওয়া সাধারণ মানুষদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন পৌরবাসীর অভিযোগ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য হোল্ডিং ট্যাক্স হঠাৎ দ্বিগুণ কিংবা তারও বেশি হারে বৃদ্ধি করা হয়েছে, যা অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তনিমা আফ্রাদ তাৎক্ষণিকভাবে পৌরসভার কর বিভাগ, হোল্ডিং ট্যাক্স সেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং সবার সামনে এ বিষয়ে সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, “হোল্ডিং ট্যাক্স নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না

 কিছু কিছু হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়েছেন, যা আমরা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি আজকের পর থেকে বিভ্রান্তি ও দুশ্চিন্তার অবসান হবে।”

পৌর প্রশাসক আরও জানান,“ট্যাক্সে মাত্র ১০ শতাংশ হারে সামান্য বৃদ্ধি করা হবে  কারও যদি বিগত সময়ে বকেয়া থেকে থাকে, তাহলে তা পরিশোধ করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে  আবার যদি কেউ নতুন স্থাপনা নির্মাণ করে থাকেন, তবে সে অনুযায়ী অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারিত হবে।”

ঘটনাস্থলে উপস্থিত পৌরবাসীরা ইউএনও’র সরাসরি উপস্থিতি এবং আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন তাদের অনেকেই জানান, প্রশাসনের এমন মানবিক ও সরাসরি ভূমিকা খুবই ইতিবাচক, যা সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে।

মন্তব্য (০)





image

অনিয়ম-দায়িত্বে অবহেলায় বিভাগীয় শাস্তি

নিউজ ডেস্ক : কর্মস্থলে অনিয়মে জড়ালে বা সরকারি দায়িত্ব পালনে অবহেলা-অনীহা...

image

পুলিশের ওএসডি ৭৬ উচ্চপদস্থ কর্মকর্তাকে কেন ঢাকার বাইরে প...

নিউজ ডেস্ক : নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর পুলিশের উচ্চপদে ফের ব...

image

ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৌনে ১৪শ একর জমি নিয়ে সে...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত...

image

ডিআইজি, অতি. ডিআইজি ও এসপি পদমর্যাদার ৭৮ পুলিশ কর্মকর্তাক...

নিউজ ডেস্ক

একযোগে বাংলাদেশ পুলিশের ৭৮ কর্ম...

image

হোমনায় নবাগত ওসি রফিকুল ইসলামের যোগদান

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার হোমনা থানায় নবাগত অফ...

  • company_logo