• সমগ্র বাংলা

বগুড়ায় জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নানা আয়োজনের অংশ হিসেবে বুধবার বিকেলে শহরের চেলোপাড়া চাষী বাজারসহ আশেপাশের এলাকায় জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে রোপন করা হয় ৫ শতাধিক বৃক্ষ।

৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের আয়োজনে এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে যেমন লড়াই সংগ্রাম করেছেন ঠিক একইভাবে হাজারো ত্যাগ স্বীকার করে তাদের নেতা তারেক রহমানের পাশে থেকে সংগ্রাম করে গেছেন ডা: জুবাইদা রহমান। চিকিৎসা পেশার উজ্জ্বল ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে বছরের পর বছর জিয়া পরিবারের অভ্যন্তরে হাল ধরেছিলেন বগুড়ার পুত্রবধূ ডা: জুবাইদা। যার মাঝে আগামী দিনের মেধাবী নেতৃত্বের সম্ভাবনা খুঁজে পান তারা। এমন মহিয়সী নারী নেতৃত্বের জন্মবার্ষিকীতে ৬নং ওয়ার্ডে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পছন্দের নিম গাছের পাশাপাশি ফুল ও ফলের গাছ মিলিয়ে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করেছেন। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের পাশাপাশি ডা: জুবাইদার মঙ্গল কামনা করে মন্দিরগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। এছাড়াও একই দিন তারা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবারও বিতরণ করেছেন।
কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা যথাক্রমে হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, কালাম শেখ, মান্নান শেখ, আল মাহমুদ তারেক বাতেন, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, সোলায়মান মির্জা, সাবেক যুবদল নেতা মাহমুদ হাসান টুকু, ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস, শহর যুবদলের সদস্য যথাক্রমে রিপন শেখ ও জিতু মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবু সাঈদ দুখু, মনিরুল ইসলাম বাপ্পী, শহীদুল ইসলাম, মানিক মিয়া, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি কার্ত্তিক কুমার কান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু জাফর জেমস, জেলা ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি মেহেদী হাসান মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মাহমুদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক রাফিত, শহর ছাত্রদল নেতা নূরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

পাবনায় আওয়ামী লীগ নেতা নুরু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষ...

image

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক : রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণের ...

image

জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর ঢাকা-৮ আসন...

image

ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা ও সাবেক মন্ত্রী কামাল ইউ...

ফরিদপুর প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থ্যতা কামনা ও স...

image

ময়মনসিহ-৫ আসনের জামায়াতের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবি...

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিহ ৫ মুক্তাগাছা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার...

  • company_logo