
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট ইউনিয়নের বসকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (২৩ মে) রাতে এই ঘটনা ঘটে।
ফেরত আসা ২৪ জনের মধ্যে পুরুষ ১২ জন, মহিলা ৮ জন এবং শিশু ৪ জন রয়েছে। জানা গেছে, তারা সবাই কাজের সন্ধানে ভারতের দিল্লি অঞ্চলে গিয়েছিলেন। অবৈধপথে ভারতে প্রবেশ করায় তাদের আটক করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করে তাদের প্রকৃত বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত আনা হয়।রাতেই ফেরত আসা ব্যক্তিদের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক : কর্মস্থলে অনিয়মে জড়ালে বা সরকারি দায়িত্ব পালনে অবহেলা-অনীহা...
নিউজ ডেস্ক : নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর পুলিশের উচ্চপদে ফের ব...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত...
নিউজ ডেস্ক :
একযোগে বাংলাদেশ পুলিশের ৭৮ কর্ম...
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার হোমনা থানায় নবাগত অফ...
মন্তব্য (০)