• প্রশাসন

আজকের মেধাবী তরুণরাই আগামীর নতুন বাংলাদেশের কর্ণধারঃ নওগাঁ জেলা প্রশাসক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন আজকের মেধাবী তরুণরাই আগামীর নতুন বাংলাদেশের কর্ণধার। আর একজন মেধাবী তরুণ হিসেবে নিজেকে বিনির্মাণ করতে হলে নিয়মিত খেলাধুলা করার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধুলাই পারে একজন তরুণকে সকল মন্দ কাজ থেকে দূরে রাখতে। নিয়মিত ধেলাধুলা করলে শরীর ও মন দুটোই সুস্থ্য থাকে। আর একজন মানুষের যখন শরীর ও মন দুটোই সুস্থ্য থাকে তখন ওই মানুষ সকল কাজে নিজের মেধাকে সঠিক ভাবে কাজে লাগিয়ে মেধার সঠিক প্রকাশ ঘটাতে পারে। বর্তমানে খেলোয়াররা আমাদের দেশের অমূল্য এক সম্পদ। একজন ভালো খেলোয়ারই পারে তার এলাকাসহ পুরো দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। তাই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী তরুণ ফুটবল খেলোয়ারদের আরো শানিত করতে এই ধরনের প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বুধবার জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব। এই উৎসব উপলক্ষে নওগাঁতেও শুরু হয়েছে এই ফুটবল প্রশিক্ষণ।

এদিন জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথি ফেষ্টুন ও বেলুন উড়িয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম ইরফান উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সদস্য ও মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের কোচ এনামুল হক, সদস্য সুমন আলীসহ অন্যরা।

মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণে জেলার ১১টি উপজেলার ৪০জন বালক অংশ নিচ্ছে। বিনামূল্যে আবাসিক সুবিধায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এমন প্রশিক্ষণের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলে থাকা প্রান্তিক পর্যায়ের মেধাবী তরুন ফুটবল খেলোয়াররা নিজেদেরকে আরো শানিত করবে এবং এদের মধ্যে থেকে বাছাই করা খেলায়োররা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্য (০)





image

অনিয়ম-দায়িত্বে অবহেলায় বিভাগীয় শাস্তি

নিউজ ডেস্ক : কর্মস্থলে অনিয়মে জড়ালে বা সরকারি দায়িত্ব পালনে অবহেলা-অনীহা...

image

পুলিশের ওএসডি ৭৬ উচ্চপদস্থ কর্মকর্তাকে কেন ঢাকার বাইরে প...

নিউজ ডেস্ক : নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর পুলিশের উচ্চপদে ফের ব...

image

ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৌনে ১৪শ একর জমি নিয়ে সে...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত...

image

ডিআইজি, অতি. ডিআইজি ও এসপি পদমর্যাদার ৭৮ পুলিশ কর্মকর্তাক...

নিউজ ডেস্ক

একযোগে বাংলাদেশ পুলিশের ৭৮ কর্ম...

image

হোমনায় নবাগত ওসি রফিকুল ইসলামের যোগদান

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার হোমনা থানায় নবাগত অফ...

  • company_logo