• বিনোদন

সৌদি সরকারের আমন্ত্রণে মরুর দেশ মাতাবেন জেমস

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সৌদি সরকার সাত বছর ধরে নিয়মিত আয়োজন করছে ‘রিয়াদ সিজন’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান। তবে প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা। প্রতি বছরই এ আয়োজনের বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা সেগমেন্টে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন সৌদিতে। 

বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। গত বছর আয়োজনটি অনুষ্ঠিত হয় রিয়াদে। এবার অনুষ্টিত হচ্ছে দেশটির দাম্মাম শহরে। এবারের আয়োজনের নাম ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।  

জানা গেছে, দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এ আয়োজন। প্রতিটি দেশ চারদিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরছে এতে। ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অংশ নেবে বাংলাদেশ। কারুশৈলী প্রদর্শনী, দেশীয় খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালাসহ থাকছে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট। 

এতে প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। এর আগেও সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে গান গাইতে গিয়েছিলেন তিনি। এবারে এটি তার দ্বিতীয় যাত্রা। 

গত বছর ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিয়েছেন সংগীতের এ তারকা। ওইসময় তার আগমনে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরআগে এতো প্রবাসী বাঙালিদের এমন মিলনমেলা সৌদির কোনো অনুষ্ঠানে দেখা যায়নি! ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিয়ে জেমস নিজেও হয়েছিলেন মুগ্ধ। 

তখন মঞ্চে পারফর্মের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেমস বলেন, রেমিটেন্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম, সেই সাথে সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন, তারা এনজয় করলো। আশা করি তারা দেশের জন্য সামনে আরো কাজ করবেন। তাদের গান শোনাতে পেরে আমি নিজেও মুগ্ধ। আমি আবারও আসতে চাই এখানে গান শোনাতে।

সেই ধারাবাহিকতায় এবার আবারও নিজের দল ‘নগরবাউল’ নিয়ে দেশটিতে গান শোনাতে যাচ্ছেন এ সংগীত তারকা। উৎসবে বাংলাদেশের জন্য বরাদ্দ চারদিনের তৃতীয় দিন প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ব্যান্ড তারকা নগরবাউল জেমসের পরিবেশনা। এ আয়োজনে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন বাংলাদেশের একাধিক তারকা শিল্পী। বাংলাদেশের জন্য বরাদ্ধ চার দিন মঞ্চ মাতাবেন তারা। 

‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন (৩০ এপ্রিল) গাইবেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা। উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা। 

ইতোমধ্যে কনসার্টের খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পীরা। কনসার্টে অংশ নেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন জেমস। 

তিনি বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।

আগামী ১ মে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানিয়েছেন সংগতিশিল্পী মিলা ইসলাম। তিনি বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে এ ইভেন্টে আমি গান করব। যেখানে দর্শক একসঙ্গে উপভোগ করতে পারবেন বাংলাদেশের প্রাণবন্ত সংস্কৃতি, বিনোদন, ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার এবং সংগীতসহ আরও অনেক কিছু। খোবার এবং উপসাগরীয় অঞ্চলের সব বাংলাদেশিকে এ আয়োজনে আমি আমন্ত্রণ জানাচ্ছি।

আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে দিলশাদ নাহার কণা বলেন, বিশ্বের সবচেয়ে বেশী বাংলাদেশী থাকেন সৌদিতে। তারা আমাদের দেশের রেমিটেন্সের চাকা সচল রাখেন। এ ধরণের মানুষদের কিছুটা বিনোদিত করতে পারলে নিজের কাছেই বেশ ভালো লাগে। সেই লক্ষ্যেই তাদের কাছে যাওয়া।

 

মন্তব্য (০)





image

মেট গালায় প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি

বিনোদন ডেস্কঃ শুরু হয়েছে ফ্যাশন উৎসব মেট গালা।  প্রতিবছর মে মাসের প...

image

আসিফ আকবরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্কঃ দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সি...

image

এবার আলিয়ার মুকুটে নতুন পালক

বিনোদন ডেস্কঃ চলতি বছরের ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কান চলচ্...

image

কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

বিনোদন ডেস্কঃ ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আঁচ সবচেয়ে আগে গিয়ে পড়...

image

আমরা গর্বিত আমাদের একজন খালেদা জিয়া আছেনঃ আসিফ

বিনোদন ডেস্কঃ বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বি...

  • company_logo