• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ৫ জনকে পিটিয়ে আহত, গ্রেফতার ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পিতাসহ একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর মধ্যে পিতার অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে ওই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, পৌর এলাকার শিমরাইল গ্রামের প্রয়াত আঃ জব্বাবের ছেলে মো. মতিউর রহমান(৫৫), ছেলে  রাজু মিয়া (২৭), রিয়াদ হোসেন (১৬), মো. সজিব মিয়া (৩২), রমজান আলী(২৬)।
আহতদের মধ্যে মতিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। গুরুত্বর আহত রাজু মিয়া ও তার ভাই রিয়াদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
আহত রাজু মিয়া জানান, সিরাজুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়ায় সে দলবল নিয়ে প্রথমে আমার ভাই রমজান আলীর ওপর হামলা চালায়। রমজান আলীর চিৎকার শুনে আমার বাবা মতিউর রহমান এবং আমরা তিন ভাই ছুটে গেলে প্রতিপক্ষরা আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমারা চার ভাই ও বাবা গুরুত্বর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এতে ঘটনার দিন রাতেই ভোক্তভোগী রমজান আলী (২৭) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনা রাতেই  অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত সাত নম্বর আসামি ইমন মিয়া(২২) কে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তা ছাড়া বাড়িতে গেলে অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

মন্তব্য (০)





image

স্বপ্ন আসছে রাণীনগরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসছে স্বপ্ন। চলছে শেষ সময়ের জোর প্রস্তুতির ক...

image

শিবচরে মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশাল...

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,...

image

দশ কোটি টাকার বাঁধ নির্মাণ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপা...

image

পঞ্চগড়ে দীর্ঘ ১৯ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর প...

image

ফরিদপুরে পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাসিব মোল্লা (১৮) নামের এক এসএসসি...

  • company_logo