• সমগ্র বাংলা

ঢাকাস্থ রাশিয়ান হাউসে সপ্তাহব্যাপী গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসবের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ  ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক মহাকাশ যাত্রার ৬৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ এপ্রিল সোমবার ঢাকাস্থ রাশিয়ান হাউসে গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সপ্তাহব্যাপী ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল, সৃজনশীলতা এবং উদ্ভাবনকে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এর সাথে যৌথভাবে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল এ. দ্ভইচেনকভ।

উদ্বোধনী বক্তব্যে তিনি অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ১৯৬১ সালের ১২ এপ্রিল গ্যাগারিনের অগ্রণী যাত্রার কথা তুলে ধরেন। "মানব সভ্যতা মহাকাশ যুগে প্রবেশ" মুহূর্ত হিসেবে বর্ণনা করে তিনি এই যাত্রাকে মানবতার জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও অনুষ্ঠানে পাভেল দ্ভইচেনকভ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সম্পর্কের উপর জোর দেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো চলমান প্রকল্পগুলোর কথা উল্লেখ করেন এবং রাশিয়া ও সোভিয়েত বিশ্ববিদ্যালয় থেকে ছয় হাজারেরও বেশি বাংলাদেশি স্নাতকদের অবদানের কথা স্বীকার করেন যাদের প্রত্যক্ষ ও সক্রিয় ভূমিকা বাংলাদেশের উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছে। তিনি মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহের প্রশংসা করেন। পাশাপাশি তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং মহাবিশ্বের রহস্য উন্মোচনে উৎসাহিত করেন।

উদ্বোধনী আলোচনার পর পাভেল দ্ভইচেনকভ আনুষ্ঠানিকভাবে আলোকচিত্র প্রদর্শনী "রাশিয়ান স্পেস এক্সপিডিশনস" উদ্বোধন করেন। তারপরে "ইউরি গ্যাগারিনের মহাকাশ থেকে ফিরে আসার পরে প্যারেড" তথ্যচিত্রের প্রদর্শণীর পর এবং একটি জ্যোতির্বিজ্ঞান কর্মশালা শুরু হয়। রাশিয়ান হাউজের সংশ্লিষ্টরা জানান

সপ্তাহব্যাপী উৎসবের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে সেমিনার এবং জ্যোতির্বিজ্ঞান কর্মশালা; রকেট মডেল তৈরির প্রতিযোগিতা; মহাকাশ বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা; "মহাকাশে প্রথম মানুষ" বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

উৎসবটি আগামী ১২ই এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে, যেটি ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক কর্তৃক সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি বক্তারা ইউরি গ্যাগারিনকে "বিশ্ব বীর" এবং মানুষের সাহস ও কৌতূহলের চিরন্তন প্রতীক বলে অভিহিত করেন।

সমাপনী বক্তব্যে রাশিয়ান হাউজের পরিচালক দ্ভইচেনকভ এই অনুষ্ঠানের সহ-আয়োজক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনসহ সকল  অংশগ্রহণকারী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবাইকে তাদের অন্বেষণের যাত্রা অব্যাহত রাখতে উৎসাহিত করেন। পাশাপাশি সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেন যে "আকাশ সীমা নয় - এটি কেবল শুরু। "আসুন এগিয়ে যাই - একসাথে, তারার দিকে" এমন উক্তিতে সকলকে অনুপ্রেরণামূলক আহ্বান জানিয়ে পাভেল তার বক্তব্যের সমাপ্তি করেন। 

মন্তব্য (০)





image

গোপালপুরে অস্থির খড়ের বাজার, লোকসানের আশংকায় খামারীরা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বৈশাখের উপস্থিতিতে পাকতে শুরু করেছে বোরো ...

image

লালমনিরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা,রেজিস্ট্রেশ...

image

ফরিদপুরের মধুখালীতে স্পিড ব্রেকারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্ট...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে স্পিড ব্...

image

স্বপ্ন আসছে রাণীনগরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসছে স্বপ্ন। চলছে শেষ সময়ের জোর প্রস্তুতির ক...

image

শিবচরে মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশাল...

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,...

  • company_logo