• সমগ্র বাংলা

ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল পেয়ে খুশি নওগাঁর অতিদরিদ্র মানুষরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: আসন্ন ঈদে যেন দেশের অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষরা কিছুটা স্বস্তিতে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আতপ চাল (আলো চাল) ঈদ উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্যসহায়তা বিতরণের অংশ হিসেবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে সারা দেশের মতো নওগাঁতেও অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ ব্যক্তি/পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে বিনামূল্যে ১০কেজি করে ভিজিএফের চাল ঈদ উপহার হিসেবে বিতরণ কার্যক্রম চলমান রেখেছে জেলা প্রশাসন। সরকারের পক্ষ থেকে ঈদ উপহারের এই চাল নিতে প্রতিটি ইউনিয়ন পরিষদ ও অন্যান্য পয়েন্টে সুবিধাভোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দৃশ্য ছিলো চোখে পড়ার মতো।

জেলা প্রশাসন সূত্রে জানা জেলার আত্রাই উপজেলায় ১৫,৩০৫টি, বদলগাছী উপজেলায় ১৭,২৬৬টি, ধামইরহাট উপজেলায় ১১,৪৬৭টি, মান্দা উপজেলায় ৩১,২৯৫টি, মহাদেবুপর উপজেলায় ২৮,৫৮৬টি, নওগাঁ সদর উপজেলায় ২০,০৩৫টি, নিয়ামতপুর উপজেলায় ৩৯,৮৫২টি, পত্নীতলা উপজেলায় ১৮,৪৫৩টি, পোরশা উপজেলায় ২১,৫৯৬টি, রাণীনগর উপজেলায় ১৪,৮৫৬টি ও সাপাহার উপজেলায় ২৫,৮৫৩টি এবং নওগাঁ পৌরসভায় ৪৬২১টি, নজিপুর পৌরসভায় ৪৬২১টি ও ধামইরহাট পৌরসভায় ৩০৮১টি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ ব্যক্তি/পরিবার এই ঈদ উপহার পাচ্ছে।

গত বৃহস্পতিবার থেকে জেলার রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের ১৪,৮৫৬টি অতিদরিদ্র পরিবারের মাঝে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ঈদ উপহার হিসেবে এই ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া তিনি প্রতিটি ইউনিয়নের কার্যক্রম সুন্দর ভাবে সম্পাদন করার লক্ষ্যে নিজে পরিদর্শন করাসহ সার্বিক তদারকি অব্যাহত রেখেছেন বলে জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান ঈদের আনন্দ দেশের প্রতিটি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের কাছে পৌছে দিতেই সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে। এই উপহার পাওয়ায় জেলার অতিদরিদ্র মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি মিলছে। অতিদরিদ্ররা অন্তত ঈদ উপহারের এই চাল থেকে পাওয়া আটা দিয়ে ভিন্ন রকমের কিছু খাবার পণ্য তৈরি করে পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। চাল বিতরণের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে করে জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ভিজিএফ-এর চাল বিতরণের কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

নাগেশ্বরীতে নদীর ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানবব...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে গঙ্গাধর নদী ভাঙ্গন রোধে স্থ...

image

নীলফামারীতে দুদকের ১৭২তম গণশুনানি অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: 'নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন'...

image

গোপালপুরে অস্থির খড়ের বাজার, লোকসানের আশংকায় খামারীরা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বৈশাখের উপস্থিতিতে পাকতে শুরু করেছে বোরো ...

image

লালমনিরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা,রেজিস্ট্রেশ...

image

ফরিদপুরের মধুখালীতে স্পিড ব্রেকারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্ট...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে স্পিড ব্...

  • company_logo