• গণমাধ্যম

শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বরুড়া প্রেসক্লাবের কম্বল উপহার

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা বরুড়ায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ সভায় সভাপতিত্ব করেন বরুড়া থানা  প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ওসি(তদন্ত) মমিরুল ইসলাম।

বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠন ও আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং বলেন, বরুড়া থানা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য। এ ধরনের আয়োজন শীতার্ত অসহায় মানুষের সহায় হিসেবে কাজ করবে।

এই সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, প্রচার সম্পাদক সৌরভ লোধ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য মাহবুব কবীর, সদস্য আবুল হোসেন সাজু, কুদ্দুস মজুমদার, খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন মীর, তোফাজ্জল হোসেন প্রমুখ।

 

মন্তব্য (০)





image

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি  : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান ত...

image

খুলনা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খুলনা প্রতিনিধি: খুলনায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন খুলনা সাং...

image

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের...

নিউজ ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে নিউজপেপার ...

image

জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি পেল পবিপ্রবি সাংবাদি...

পবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে সাহসিক ভূমিকার স্বীক...

image

খুলনায় সাংবাদিকের ওপর মব হামলা

খুলনা প্রতিনিধি : স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে গাড়িতে ছ...

  • company_logo