• গণমাধ্যম

নীলফামারীতে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: গত ৮ জুলাই নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের জঙলী পাড়ায় সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৩ জুলাই রবিবার বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহরের থানার মোড়ে ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল এর সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু। স্বাগত বক্তব্যে জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ওদীপ্তমান বাংলাদেশের সম্পাদক আব্দুল মমিন বলেন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ ও কয়েকজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে লক্ষিচাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জঙলী পাড়া গ্রামে গেলে ঐ এলাকার চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আমিনুর রহমান ও তার সাঙ্গপাঙ্গ সাংবাদিকদের ঘিরে ধরে টানা হ্যাচরা ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানার হাতে থাকা ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নেন, এবং মহিলা সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ কে উদ্দেশ্য করে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন।

 বিষয়টি জানাজানি হলে জেলা শহর থেকে আত্মীয় সজন ও সাংবাদিক নেতৃবৃন্দ গিয়ে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু বলেন, নীলফামারী সদর থানা মামলাটি নিয়ে টালবাহানা শুরু করেছে, আমরা অবাক হই ফ্যাসিস্টের দোসর এই আমিনুর রহমানের কথা কিভাবে পুলিশ শুনছে, এবং মামলার আইও হলেন উক্ত চেয়ারম্যানের দালাল তাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। তাই আইও পরিবর্তন করে দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করুন। মানববন্ধনে রিপোর্টার্স ইউনিটির সদস্য ছাড়াও ডিমলা প্রেসক্লাবের সভাপতি  মাজহারুল ইসলাম লিটন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির আব্দুর রশিদ বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল মালেক এবং  অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি  : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান ত...

image

খুলনা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

খুলনা প্রতিনিধি: খুলনায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন খুলনা সাং...

image

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের...

নিউজ ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে নিউজপেপার ...

image

জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি পেল পবিপ্রবি সাংবাদি...

পবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে সাহসিক ভূমিকার স্বীক...

image

খুলনায় সাংবাদিকের ওপর মব হামলা

খুলনা প্রতিনিধি : স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে গাড়িতে ছ...

  • company_logo