
ছবিঃ সিএনআই
খুলনা প্রতিনিধি: খুলনায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন খুলনা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় বেনিবাবু রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও মাই টিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি দৈনিক যায় যায় দিনের আতিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক এটিএন নিউজের এমডি অসীম, কোষাধ্যক্ষ দৈনিক জনকণ্ঠের আরিফুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক প্রবাহের মুশফিকুর রহমান মেহেদী, ক্রীড়া সম্পাদক দৈনিক অনির্বাণের কলিন হোসেন আরজু , দপ্তর সম্পাদক দৈনিক খুলনা প্রতিদিন মাল্টিমিডিয়ার বি আর মাসুদ, সমাজকল্যাণ সম্পাদক বিজয় টিভির আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশের মামুন রেজা এবং প্রচার সম্পাদক কেটিভি টোয়েন্টিফোরের মো. মেহেদী হাসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- দৈনিক খুলনা প্রতিদিনের আব্দুল্লাহ আল মুহাইমিন, দৈনিক খুলনা অঞ্চলের কাজী আতিক, চ্যানেল এস এর শান্ত ইসলাম, প্রবাহ মাল্টিমিডিয়ার শামীম হোসেন।
সাধারণ সদস্যদের মধ্যে ছিলেন- দৈনিক বাংলার খবরের জাহিদুল ইসলাম, প্রবাহ মাল্টিমিডিয়ার আসিফ আমিন এবং পূর্বাঞ্চল মিডিয়ার মোহাম্মদ হাফিজ।
সভায় ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় এবং অসহায়-দুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভাপতি শিশির রঞ্জন মল্লিক বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ক্লাব সব সময় পাশে থাকবে।
সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান বলেন, এটি শুধু একটি সংগঠন নয়, এটি সকল সাংবাদিকের কল্যাণের প্ল্যাটফর্ম।
কিশোরগঞ্জ প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান ত...
নিউজ ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে নিউজপেপার ...
পবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে সাহসিক ভূমিকার স্বীক...
খুলনা প্রতিনিধি : স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে গাড়িতে ছ...
নিউজ ডেস্ক : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা মন্ত্রণালয় থেকে কাউক...
মন্তব্য (০)