ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেনসিডিল সহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান, সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইন ও শফি উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পেশাদার মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেনের রান্না ঘরে ফেনসিডিল গোনার সময় তাদেরকে আটক করে পুলিশ। এ সময় দম্পতির কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
ফরিদপুরের বোয়ালমারী থানার (ওসি) অফিসার ইনচার্জ শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মোশাররফ ও তার স্ত্রী হেনা বেগমকে আটক করা হয়।তিনি আরো জানান, মোশাররফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটকৃতদের নামে মাদক মামলা রুজু করে আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
                            
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বাক প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (২১)...
                            
নিউজ ডেস্কঃ বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্...
                            
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ...
                            
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
                            
নিউজ ডেস্কঃ গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর পারমাণবিক বিদ্য...
            
মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
এদের মত মানুষদের শাস্তি হওয়া উচিত কঠিন শাস্তি হওয়া উচিত এদের মত মানুষের আমরা বিচার চাই ভাই এরির এরাই আমাদের গ্রামকে নষ্ট করছে