• উদ্যোক্তা খবর

মেলান্দহে ' ক্লিন বাংলাদেশ গ্রীণ বাংলাদেশ' শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

  • উদ্যোক্তা খবর
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ১১:৩৬:২৫

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মেলান্দহ রেল স্টেশনে 'ক্লিন বাংলাদেশ গ্রীণ বাংলাদেশ' জামালপুর ক্যাম্পেইন বাংলাদেশের বিজয়ের মাস উপলক্ষে ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (ইয়েসডিএস)-এর উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মকাণ্ড ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ ডিসেম্বর, ২০২০) সকাল ১০টায় পরিচ্ছন্নতা কার্যক্রমটির উদ্বোধন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেফমুবিপ্রবি)  ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান। এতল বিশ্ববিদ্যালয় শিক্ষক -শিক্ষার্থীসহ স্থানীয় স্বেচাসেবীগণ অংশ নেন।

এরপর বৃক্ষরোপণ কর্মসূচি ও পথসভায় অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় বশেফমুবিপ্রবির শিক্ষার্থী ও সাংবাদিক মো. আল- ফাহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যাম্পেইনের প্রধান অতিথি বশেফমুবিপ্রবির ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান,  মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি  শাহ জামাল। এছাড়াও বক্তব্য রাখেন মেলান্দহ রেল স্টেশন মাস্টার মফিজুর রহমান সোহেল,জামালপুর থিয়েটারের সভাপতি এস. এম. আবদুল্লাহ,বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার বসু , বশেফমুবিপ্রবির ফিশারিজ বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান অনিক, ফকির আহসানুল ইরফান, ইয়েসডিএস -এর বশেফমুবিপ্রবি এম্বাসেডর মনজুরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo