• সমগ্র বাংলা

হাতীবান্ধায় বিজিবির মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ২১ জানুয়ারী, ২০২০ ১৫:১২:১৪

লালমনিরহাট প্রতিনিধি: মাদককে না বলুন এবং মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানিয়ে অবৈধ অনুপ্রবেশ ও আন্ত:সীমান্ত অপরাধসমূহ রোধ কল্পে লালমনিরহাটের হাতীবান্ধায় সচেতনামূলক মতবিনিময় সভা করেছে লালমনিরহাট ব্যাটলিয়ন ১৫ বিজিবি। সোমবার ( ২০ জানুয়ারি) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের দৈখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত সভার আয়োজন করা হয়। গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস এম তৌহিদুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সামিউল আমিন, হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন, দৈখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নূরল হক, দৈখাওয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার আলম মিয়া, সুবেদার আব্দুল হক প্রমূখ। প্রধান অতিথি লে: কর্নেল এস এম তৗহিদুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সকলের সহযোগীতা কামনা করেন। এতে বিজিবিকে সফলকাম হতে শক্তি যোগাবে। এছাড়া মাদক চোরাকারবারীরা দেশ ও জাতীর শত্রু। তাই মাদক সেবনকারী ও চোরাকারবারীদের কোন ভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। এতে স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo