• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে ৫ মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ১৯:১৯:৫৩

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে ৫জন মাদকসেবীকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫জন মাদকসেবীকে আটক করাসহ কয়েক পুরিয়া গাঁজা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।

আটককৃত হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের মহরম হোসেনের ছেলে জাকির হোসেন (৫১), নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান লিটন (৫২), কুবিরদিয়ার গ্রামের ডুখল মন্ডলের ছেলে মকবুল হোসেন (৫২), ফয়েজ সরকারের ছেলে ইসারত সরকার (৬০) ও মাঝগ্রামের আব্দুল প্রামানিকের ছেলে লিটন প্রাং (৫২)। 

দন্ডপ্রাপ্ত মাদকসেবীদের চাটমোহর থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo