• অপরাধ ও দুর্নীতি

ভ্রাম্যমাণ আদালতে বালু ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ১৯:১৮:৩৪

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে নদী থেকে শতশত ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে অভিযান চালান। এ সময় বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টর মালিক লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে নুর ইসলামের নিকট এক লাখ টাকা জরিমানা আদায় করে ট্রাক্টরগুলো ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা পাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য ( ০)





  • company_logo