• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ১৪:২১:৫০

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের নির্দেশে ২ এপিবিএন সাইবার সেলের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন কামারিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসার মাঠে অবস্থানকালে  ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কামারিয়া বাজারে কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনের এ্যাপস্ ব্যবহার করে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জুয়া খেলা পরিচালনা করছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম(৩২), পিতা- মৃত কিতাব আলী,  কামারিয়া পূর্বপাড়া, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহকে আটক করে। তার শরীর তল্লাশি করে ১ টি Oppo A18 ও ১ টি Samsung Galaxy A10 মোবাইল এবং ৩ টি সীম জব্দ করে। জব্দকৃত মোবাইলের এ্যাপস্ পর্যালোচনা করে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত MOBICASH এ্যাপস্ পাওয়া যায়, যাতে আসামীর একাউন্ট ID NO- 1301815, যাতে বর্তমান ব্যালেন্স- ১,৪০,২১০/- (এক লক্ষ চল্লিশ হাজার দুইশত দশ) টাকা পায়। 1XBET এ্যাপস্ পায়, যার ID NO- 1045965079, ID NAME- Asik md এবং 1XBET Partners  এ্যাপস্ পায় যার ID NO- 1037714441, ID NAME- Nazrul Islam, যাতে বর্তমান TOTAL EARNED ব্যালেন্স 86.30 USD পাওয়া যায়। এছাড়াও আসামীর মোবাইল পর্যালোচনা করে একাধিক অনলাইন জুয়া খেলার অ্যাপস ও সাইটের তথ্য পাওয়া যায় যাতে বিভিন্ন তারিখ ও সময়ে অনলাইন জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করার তথ্য রয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ নিজে এলাকায় অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে। আসামীকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় সৌপর্দ করে।  নিয়মিত মামলা রুজু করে।   

 

মন্তব্য ( ০)





  • company_logo