ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে একটি মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে ফেরার সপ্তাহ না পেড়োতেই মামলার স্বাক্ষীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভাধীন নারিকেলবাড়ী গ্রামে।জানা গেছে, উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি গ্রামের শাহীন মিয়ার সাথে একই এলাকার মানিক মিয়ার পুত্র লাল মিয়া(৪০) সহ তার লোকজনের বিরোধ চলে আসছিল।
বিরোধের জের ধরে বিভিন্ন সময় বাগবিতন্ডার এক পর্যায়ে দু'পক্ষের লোকজনের মাঝে হাতাহাতি হয়। এতে শাহীন মিয়া বাদি হয়ে গত ৩ নভেম্বর লাল মিয়া সহ কয়েকজনকে আসামী করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে জামিন নিয়ে আসে লাল মিয়া সহ অন্য আসামীরা। গত ৭ নভেম্বর স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নিয়ে উভয় পক্ষ শালিস বৈঠকে বসেন।
কিন্তু বৈঠকের সিদ্ধান্ত মন:পুত না হওয়ায় পরদিন সকালে শাহীন মিয়ার বাড়িতে হামলা চালায় লালমিয়া গংরা। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় মামলার সাক্ষী সাবানা বেগমকে এলোপাথারী কুপিয়ে জখম করে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে সাবানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় সাবানা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত ...
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মেরিনড্রাইভ সড়...
পাবনা প্রতিনিধিঃ বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে...
নওগাঁ প্রতিনিধি: খেলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ল...
মন্তব্য ( ০)