ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নব যোগদানকারী কমিশনার ড. মো. নাজমুল করিম খান জেলার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জিএমপি'র হেডকোয়ার্টার কনফারেন্স রুমে গাজীপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ মত বিনিময় ও পরিচিতি সভা করেন।
মত বিনিময়কালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে গিয়েছিল, পুলিশ দানবে পরিণত হয়েছিল। সরকারের আস্কারায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ, পুলিশ বলেবেড়াত আমরা সরকার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারেনি। তাই এ দাম্বিকতা ঠিক না। যার কাজ যেটি তাকে সেটিই করতে দেয়া উচিত।
সেই দানব পুলিশ কিন্তু আজ অসহায় পুলিশ হয়ে গেছে। সমাজ এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো মৃত। আবার পুলিশকে সাহস জোগাতে হবে। যে সাহসী পুলিশ শত্রু র বিরুদ্ধে লড়াই করবে, আসামির বিরুদ্ধে লড়াই করবে। তিনি আরো বলেন, আমাদের পুলিশের বিরুদ্ধে একটি জিনিস সব সময় বলে দুষ্টের দমন সিষ্টের সেবক। আমরা গত কয়েক বছর দুষ্টের দমনও করিনি আর সিষ্টের সেবনও করিনি।
গায়েবি মামলা দিয়েছি। গুম, খুন করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে এসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গেল সরকারের বিদায়ে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সত্য প্রকাশ করবেন, আমাদের দোষ ত্রুটি তুলে ধরবেন। তবে অনুরাগ বা বিরাগের বশবতি হয়ে কিছু লিখবেন না।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদুল হাসান, রিয়াজ উদ্দিন আহমেদ, উপ-পুলিশ কমিশনার আকবর আলী মুনসি, নাজির আহমেদ খান, আলমগীর হোসেন, আবু তোরাব মো. শামসুর রহমান, মোঃ ইব্রাহিম খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, মো. আমিনুল ইসলাম,মুজিবুর রহমান, দেলোয়ার হোসেন, খায়রুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ রাতে শীতার্তদের কষ্ট...
নওগাঁ প্রতিনিধি: জনগণের স্বার্থ উপেক্ষা করে অবিলম্বে প্রি...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্...
অনলাইন ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপ...
মন্তব্য ( ০)