ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রব পক্ষকে চল্লিশ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত বর নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মাইলাইল গ্রামের বাসিন্দা। শনিবার (৯ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) মো. মামুন খান।
আদালত সূত্রে জানা যায়, শনিবার দোহার পৗরসভার ৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় একটি বাল্য বিবাহের সময় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছেলের অভিভাবক নবাবগঞ্জ উপজেলার জলিল মাদবরের ছেলে বাচ্চু মিয়াকে (৫৬) চল্লিশ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।
আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনস্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বড় বোনের ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কারাগারে নাশকতা মামলায় গ...
চট্টগ্রাম প্রতিনিধি: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নাম...
পাবনা প্রতিনিধিঃ দেশে প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বজ্রপাত ...
মন্তব্য ( ০)