প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ সড়কে মৃত্যু যেন স্বাভাবিক হয়ে উঠেছে। স্বামী- স্ত্রী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন নিজ বাড়ি ঝিনাইদহের গাননি মাধবপুর গ্রামে। পথিমধ্যে সড়কেই প্রান হারালেন স্ত্রী সুমাইয়া আক্তার শিমু(২০)। শনিবার বিকাল ৫ টার দিকে ভাঙ্গা- মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত ও স্বামী গুরুতর আহত হয়েছে। তারা ঢাকা থেকে মোটর সাইকেল যোগে স্বামী- স্ত্রী সহ দুইজন ঝিনাইদহ নিজ বাড়িতে যাচ্ছিলেন।
নিহত স্ত্রী সুমাইয়া আক্তার শিমুর বাড়ি ঝিনাইদহ জেলা সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামে। সে মৃত কামাল মুন্সী কন্যা ও আহত স্বামী আলাউদ্দিন সরকারের ছেলে ঢাকা জেলার সহিদ নগর ভাটারা এলাকার প্রান্ত সরকার (২৫)।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বামী- স্ত্রী দুইজন মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলের সাথে ধাক্কা লেগে স্ত্রী সুমাইয়া আক্তার নিহত ও স্বামী আহত হয়। আহত স্বামী প্রান্ত সরকারকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসি...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথ...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার পাকু...
ফরিদপুর প্রতিনিধিঃ সড়কে মৃত্যু যেন স্বাভাবিক হ...
মন্তব্য ( ০)