• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ০১ নভেম্বর, ২০২৪ ২০:২৫:০৭

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উদ্যোক্তা ইসরাত জাহান, আবু হানিফা প্রমুখ। আলোচনা সভা শেষে ৬০জন প্রশিক্ষনার্থীদের মাঝে ৬শ টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হয় এবং একজনকে মৎস্যচাষ প্রকল্পের আওতায়  ৮০হাজার টাকা ঋণ দেয়া হয়।

মন্তব্য ( ০)





  • company_logo