ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় সরকারি জায়গায় বালু ভরাটকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল হাশেমকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে আরজু খান নামে আরেক বিএনপি নেতা।
উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে শুক্রবার (০১ নভেম্বর) রাত সাড় ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত আবুল হাসেম দিলপাশার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেতুয়ান গ্রামের মৃত তোরাপ প্রামানিকের ছেলে । আহত আবুল হাসেমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হাসেম আলীর ভাই বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় নিয়মিত একটি মামলা দায়ের করেছেন ।
জানা গেছে, উপজেলার দিলাপাশার ইউনয়িনের বেতুয়ান গ্রামের ইউপি সদস্য ও দিলপাশার ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব আরজু খান সরকারি জায়গায় ড্রেজারের মাধ্যমে বালু ফেলে ভরাট করছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম এর নেতৃত্বে তার আত্মীয় স্বজন ও দলীয় লোকজন বাধা দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বেতুয়ান উত্তরপাড়া মোড়ে আরিফের দোকানের সামনে গেলে আবুল হাসেমকে ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব আরজু খান তার আত্মীয় স্বজন ও কিছু দলীয় নেতাকর্মীসহ ১৫/২০ জন মিলে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে রাতে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপনসহ বিএনপির অনেক নেতাকর্মী তাকে হাসপাতালে দেখতে যান। অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় আহত আবুল হাসেম এর ভাই বাদী হয়ে শনিবার (০২ নভেম্বর) ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল করিম বলেন, বালু ভরাটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় থানায় আহত আবুল হাসেম এর ভাই বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসি...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথ...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার পাকু...
ফরিদপুর প্রতিনিধিঃ সড়কে মৃত্যু যেন স্বাভাবিক হ...
মন্তব্য ( ০)