ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অটোরিকশা চুরির অপবাদে হোসেন (২৬) ও মাইনুদ্দীন সোহেল (২৬) নামের দুই শ্রমিকের ওপর মধ্য যুগীয় কায়দার নির্যাতন চালানো হয়। তারা রাতভর ডিউটি শেষে ভোরে কারখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুই যুবককে ধরে এনে বাঁধা হয় গাছের সঙ্গে। চুরির অভিযোগ তুলে দিনভর রড, বাঁশ, রোল ও কাঠের খাপ দিয়ে ধাপে ধাপে পেটানো হয় তাদের। এরপর তাদের চোখে-মুখে ও সারা গায়ে ছিটানো হয় লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। আর এ ঘটনা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) চুরির অপবাদে দুই শ্রমিককে নির্যাতনের ঘটনাটি ঘটলেও ঘটনার চার পর শুক্রবার (১ নভেম্বর) নির্যাতনের শিকার এক শ্রমিক বাদী হয়ে মামলাটি করেন।
শনিবার (০২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
নির্যাতনের শিকার আলমগীর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আছিম উদ্দিনের ছেলে। সোহেল ফেনীর সোনাগাজী উপজেলার ভাতাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
ওসি জানান, মামলায় ছয় জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৩ পুরুষ ও ৩ জন নারী। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) নাইট ডিউটি শেষে সকাল ৬টায় কারখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইজুদ্দিনসহ অন্য আসামিরা জোর করে তাদের একটি অটোরিকশায় ওঠান। পরে তারা স্থানীয় কাশেমপুর বাজার সংলগ্ন গজারি বনের ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে তারা অটোরিকশা চুরির কথা স্বীকার করতে বলে। তা না করায় শ্রমিকদের অবদার বাজার এলাকায় ফাইজুদ্দিনের বাড়ির সামনে এনে গাছের সঙ্গে বেঁধে আবারও নির্যাতন করে এবং ক্ষতস্থানে লবণ-মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর আসামিরা শ্রমিক আলমগীর হোসেনের কাছ থেকে একটি বাইসাইকেল এবং মাইনুদ্দিন সোহেলের বড় ভাইয়ের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলা...
গাজীপুর প্রতিনিধিঃ "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ হিমালয়ের কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চ...
কক্সবাজার প্রতিনিধিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভ...
মন্তব্য ( ০)