ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পুরো একটি দিন কাটালো বিজ্ঞানের সংস্পর্শে। নিজেদের ক্ষুদে উদ্ভাবন নিয়ে অংশ নেয় মেলায়।
শনিবার (০২ নভেম্বর) দিনব্যাপী শহরের সদর হাসপাতাল রোডের ক্যাম্পাসে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবিত প্রকল্প নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলহাজ ওয়াজেদ আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলার শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রসুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস, আইডিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্কুলটির পরিচালক জহিরুল ইসলাম, আইডিয়াল গ্রুপের পরিচালকসহ অভিভাবকেরা।
মেলায় ৬০টি স্টলে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী অংশগ্রহণ করে পরিবেশবান্ধব শহর, কম খরচে বিদ্যুৎ, আধুনিক বজ্র নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন উদ্ভাবিত উপস্থাপন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)