ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস দুর্দান্ত এক স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হয়েছে। যার মডেল ওয়ানপ্লাস ১৩। এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনে বিশেষ এক ফিচার রয়েছে। এতে আছে অ্যান্টি থেফট ফিচার। এই ফিচার প্রথম দেখা গেছে গুগল পিক্সেল ফোনে। যা ফোন হারানো বা চুরি হওয়ার পরিস্থিতিতে ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করবে। বেশিরভাগ ক্ষেত্রে চোরেরা ফোন পেয়ে সেটিকে তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। যাতে ফাইন্ড মাই ডিভাইসের সাহায্যে সেটি ট্র্যাক করা না যায়। এই সমস্যার সমাধান করতে ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি বিল্ট-ইন ফিচার যুক্ত করা হয়েছে। যা ফোন বন্ধ হওয়ার পরেও সেটিকে ট্র্যাক করা যাবে।
অফ থাকা অবস্থাতেও ট্র্যাক হবে ফোন
সম্প্রতি ওয়ানপ্লাস ১২ এ অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস-এর ওপেন বেটা আপডেটে একটি নতুন অপশন দেখা গিয়েছিল। যেখানে ফোন বন্ধ হওয়ার পরেও সেটিকে ট্র্যাক করা যাবে বলে উল্লেখ করা হয়। যদিও এটি পরে স্টেবল ভার্সনে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে ওয়ানপ্লাস ১৩ মডেলে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সাহায্যে বাড়বে সুরক্ষা
অ্যানড্রয়েড অথোরিটির রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ১২-এ হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে ফোন বন্ধ অবস্থায় ট্র্যাক করা সম্ভব নয়। তবে, কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং ফাস্ট কানেক্ট ৭৯০০ প্ল্যাটফর্মের সঙ্গে এই ফিচারটি ব্যবহার করা যাবে। আপডেটের মাধ্যমে এই অ্যান্টি-থেফ্ট ফিচারটি অ্যাক্টিভেট করা যাবে। যার সাহায্যে OnePlus ফোন চুরি হয়ে গেলেও সেটিকে সহজেই ট্র্যাক করা যাবে। ফলে ব্যবহারকারীদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)