ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এই ব্যবস্থা। তবে এবার ব্যবহারকারীদের দুঃসংবাদ দিলো প্ল্যাটফর্মটি। বেশ কিছু আইফোনে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না।
আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কার্যকর হবে এই নিয়ম। হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, আইফোন ১৫ কিংবা তার থেকে পুরোনো অপারেটিং সিস্টেমের সাহায্যে যেসব আইফোন পরিচালিত হয় সেগুলোতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ।
এই তালিকায় থাকতে চলেছে আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন ৫এস। নতুন আইফোনের মডেল যেগুলো আইফোন ১৫-র থেকে বেশি ভার্সনের আইওএস দ্বারা পরিচালিত হয় সেগুলোতে স্বাভাবিকভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।
আইওএস ১২-এর কম ভার্সনের আইওএস-এর সাপোর্ট থাকলে সেই ফোনে আর কাজ করে না হোয়াটসঅ্যাপ। তবে আগামী ৫ মে, ২০২৫ থেকে এই মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১। আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫এস লঞ্চ হয়েছে প্রায় এক দশক আগে। ফলে এগুলোতে আইওএস ১২ আপডেট না থাকাটাই স্বাভাবিক।
তবে এখনই চিন্তার কিছু নেই। কারণ আইফোন ইউজারদের কাছে এখনো ৫ মাস সময় রয়েছে আইওএস ভার্সন আপগ্রেড করে নেওয়ার। লেটেস্ট আইওএস ভার্সান হল আইওএস ১৮.১। যদি আপনার আইফোনে, এই আইওএস ভার্সন সাপোর্ট নাও করে, তাহলে আইওএস ১৫-র থেকে বেশি কোনো আইওএস ভার্সন আপডেট করতে পারেন।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজা...
দিনাজপুর প্রতিনিধিঃ মহা সড়কে হেলেদুলে ( ডাকিং) বাইক চালান...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থা...
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে...
মন্তব্য ( ০)